চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নটি পূর্বে ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়ন হিসেবে পরিচিত ছিল। ছত্রাজিতপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের জনগণের দাবীর মুখে ১৯৭৩ সালে তৎকালীন সরকার ইউনিয়নটি দুই ভাগে বিভক্ত করে ছত্রাজিতপুর ইউনিয়ন নামে নামকরণ করে। মূলত ছত্রাজিতপুর এলাকাটি বহুল প্রচলিত ও পরিচিত হওয়ার কারনে এর নামকরণ করা হয়। পূর্বে ঘোড়াপাখিয়া ইউনিয়ন, পশ্চিমে শিবগঞ্জ পৌরসভা, উত্তরে নয়ালাভাঙ্গা ইউনিয়ন ও দক্ষিণে উজিরপুর ইউনিয়ন। আয়তন ০৯.১১ বর্গ কিলোমিটার। ভবনটি ১৯৬০ সালে নির্মিত হয়েছে। ভবনটি ০৬ কক্ষ বিশিষ্ট। জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রায় ১৬ কি.মি. দূরে অবস্থিত। যাতায়াতে প্রায় ৩০ মিনিট প্রয়োজন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস